সম্ভাবনা নমুনায়ন কি? সম্ভাবনা নমুনায়নের প্রকারভেদ ও সম্ভাবনা এবং নিঃসম্ভাবনা নমুনায়নের পার্থক্য

সম্ভাবনা নমুনায়ন কি? সম্ভাবনা নমুনায়ন প্রকারভেদ ও সম্ভাবনা এবং নিঃসম্ভাবনা নমুনায়নের পার্থক্য

ভূমিকা: নমুনায়ন তত্ত্বে নমুনা চয়ন পদ্ধতি নির্ভর করে গবেষণার ধরন, সমগ্রকের প্রকৃতি, বাজেট, জনবল ইত্যাদির উপর। সমগ্রক থেকে প্রতিনিধিত্বশীল নমুনা চয়নের জন্য বিভিন্ন নমুনায়ন পদ্ধতির উদ্ভব হয়েছে। তন্মধ্যে সম্ভাবনা নমুনায়ন অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি।

সম্ভাবনা নমুনায়ন কি? সম্ভাবনা নমুনায়নের প্রকারভেদ ও সম্ভাবনা এবং নিঃসম্ভাবনা নমুনায়নের পার্থক্য



সম্ভাবনা নমুনায়ন: সম্ভাবনা নমুনায়ন বলতে সে নমুনায়নকে বুঝানো হয় যেখানে সমগ্রকের অন্তর্ভুক্ত হওয়ার সমান সুযোগ ও সম্ভাবনা থাকে। সম্ভাবনা নমুনায়নের মূল কথা হলো দৈবচয়ন সম্ভাবনা নমুনায়নের মাধ্যমেই শুধুমাত্র প্রতিনিধিত্বমূলক নমুনায়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। কারণ এ পদ্ধতির মাধ্যমেই একজন গবেষক নমুনার মাধ্যমে প্রাপ্ত তথ্যের নমুনাজমান (Statistic) এবং সমগ্রক হতে প্রাপ্ত তথ্যের পরমমানের (Parameter) মধ্যে পার্থক্য নির্ণয় করে নমুনায়নের ভুল ত্রুটি নির্ধারণ করতে পারেন।

সম্ভাবনা নমুনায়নের জন্য কিছু প্রয়োজনীয় পূর্ব শর্তাবলি রয়েছে। যথা-

(ক) নমুনা নির্বাচনের জন্য সমগ্রকের আকার নির্ধারণ করা।

(খ) নমুনায়ন কাঠামো বা সমগ্রক তালিকা প্রস্তুতকরণ।

(গ) সমগ্রকের প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার ভাবনা নিশ্চিত করা।


সম্ভাবনা নমুনায়নের প্রকারভেদ:

সম্ভাবনা নমুনায়নকে পাঁচভাগে ভাগ করা হয়েছে। যথা:

১. সরল দৈবচয়িত নমুনায়ন: সরল দৈবচয়িত নমুনায়ন হলো সম্ভবনা নমুনা যেখানে প্রত্যেক উপাদানের নমুনায়ন নির্বাচিত হওয়ার সমান সম্ভাবনা থাকে। এটি সবচেয়ে সহজ ও প্রবল পদ্ধতি।

২. নিয়মতান্ত্রিক নমুনায়ন: একটি সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সমগ্রক থেকে নমুনা একক নির্বাচন করা হলে তাকে নিয়মতান্ত্রিক নমুনাযন বলে।

৩. স্তরিত নমুনায়ন: যে পদ্ধতিতে সমগ্রকের এককসমূহকে হদের সমসত্ত্বা (Homogeneous) অনুযায়ী কতগুলো স্তরে উক্ত করে আনুপাতিক হারে নমুনা সংগ্রহ করা হয় তাকে স্তরিত দুদুনায়ন বলে।

৪. গুচ্ছ নমুনায়ন: এর দুটি পর্যায় রয়েছে। প্রথমে সমগ্রককে কতিপয় গুচ্ছে বিভক্ত করে নির্দিষ্ট নম্বর দিয়ে তালিকা সাজিয়ে দৈবচায়িত নমুনায়ন পদ্ধতিতে নির্দিষ্ট সংখ্যক গুচ্ছকে বাছাই করা হয়। দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত গুচ্ছের অন্তর্ভুক্ত প্রতিটি একক থেকে তথ্য সংগ্রহ করা হয়।

৫. বহুপর্যায়ী নমুনায়ন: যে নমুনায়ন পদ্ধতিতে নহ ধাপ বা পর্যায় অনুসরণ করে নমুনা একক নির্বাচন করা হয় তাকে বহুপর্যায়ী নমুনায়ন বলা হয়।

এতএব, সামাজিক গবেষণায় সম্ভাবনা নমুনায়ন পদ্ধতির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এ পদ্ধতি অধিক বিজ্ঞানসম্মত ও এর ফলাফলের গ্রহণযোগ্যতা বেশি।

সম্ভাবনা ও নিঃসম্ভাবনা নমুনায়নের মধ্যে পার্থক্য কর।

নমুনায়ন একটি প্রক্রিয়া যা পদ্ধতির নাম। এ পদ্ধতির জন্য সমগ্রক থেকে একটি নমুনা বাছাই করা হয়। নমুনায়নের প্রধান দুটি পদ্ধতি হলো সম্ভাবনা নমুনায়ন এবং নিঃসম্ভাবনা। সম্ভাবনা নমুনায়ন বলতে সে নমুনায়নকে বুঝায় যেখানে সমগ্রকের অন্তর্গত হওয়ার সম্ভাবনা থাকে। আর অন্যদিকে যে নমুনায়নে সমগ্রকের অন্তর্গত প্রতিটি এককের নমুনায়ন অন্তর্গত হওয়ার সমান সম্ভবনা থাকে না তাকে নিঃসম্ভাবনা সমুনায়ন বলে।

সম্ভাবনা নমুনায়ন ও নিঃসম্ভাবনা নমুনায়নের পার্থক্য

১. সম্ভাবনা নমুনায়নকে সমগ্রকের অন্তর্গত প্রতিটি এককের নমুনায়ন অন্তর্ভুক্ত হওয়ার সমান সম্ভবনা থাকে। অন্যদিকে নিঃসম্ভবনা নমুনায়নে সমান সমান সম্ভাবনা থাকে না।

২. সম্ভাবনা নমুনায়নে প্রতিটি এককের নমুনায়ন অন্তর্ভুক হওয়ার সম্ভাবনাকে সুনির্দিষ্টভাবে বলা যায়। অন্য দিকে নিঃসম্ভাবনা নমুনায়নে এভাবে সুনির্দিষ্ট করে কিছু বলা যায় না।

৩. সম্ভাবনা নমুনায়নের সাহায্যে নমুনা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই নমুনা কাঠামো দরকার হয়। কিন্তু নিঃসম্ভাবনা নমুনায়নের সাহায্যে নমুনা নির্বাচনের ক্ষেত্রে নমুনা কাঠামোয় দরকার হয় না।

৪. সম্ভাবনা নমুনায়নে নমুনা একক নির্বাচনে দৈব সংখ্যা সারণি বা লটারি পদ্ধতি ব্যবহার করা হয়। আর নিঃসম্ভাবনা নমুনায়নের নমুনা একক নির্বাচনে দৈবসংখ্যা সারণি বা লটারি পদ্ধতি ব্যবহার করা হয় না।

৫. সম্ভাবনা নমুনায়নে পক্ষপাতিত্বের সুযোগ কম। অন্যদিকে নিঃসম্ভাবনা নমুনায়নে অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের সুযোগ থাকে।

৬. সম্ভাবনা নমুনায়নে গবেষক পছন্দমাফিক নমুনা নির্বাচন করতে পারেন না। ফলে এটি অপেক্ষাকৃত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। অন্যদিকে নিঃসম্ভাবনা নমুনায়নে গবেষক পছন্দমাফিক নমুনা একক নির্বাচন করতে পারে। ফলে এক্ষেত্রে সময় ও অর্থ কম লাগে।

৭. সম্ভাবনা নমুনায়ন অধিক বিজ্ঞানভিত্তিক। অন্যদিকে নিঃসম্ভাবনা নমুনায়ন অপেক্ষাকৃত কম বিজ্ঞানসম্মত।

৮. সম্ভাবনা নমুনায়নে প্রতিনিধিত্বশীল নমুনা পাওয়া যায়। অপরপক্ষে নিঃসম্ভাবনা নমুনায়নে নির্বাচিত নমুনা প্রতিনিধিত্বশীল নাও হতে পারে।

৯. সম্ভাবনা নমুনায়ন পাঁচ প্রকার। আর নিঃসম্ভাবনা নমুনায়ন তিন প্রকার।

১০. সম্ভাবনা নমুনায়নে ভুলত্রুটি নির্ধারণ করা যায়। অন্যদিকে নিঃসম্ভাবনা নমুনাগুনে ভুলত্রুটি নির্ধারণ করা যায় না। 

১১. সম্ভাবনা নমুনায়নের ফলাফলের গ্রহণযোগ্যতা বেশি। অন্যদিকে নিঃসম্ভাবনা নমুনায়নের ফলাফলের গ্রহণযোগ্যতা কম।

১২. সম্ভাবনা নমুনায়ন সম্পূর্ণরূপে সম্ভাবনা তত্ত্বের উপর নির্ভরশীল। অন্যদিকে নিঃসম্ভাবনা নমুনায়ন সম্ভাবনা তত্ত্বের উপর নির্ভরশীল নয়।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, সম্ভাবনা নমুনায়ন ও নিঃসম্ভাবনা নমুনায়ন উভয়ই নমুনায়ন পদ্ধতি হিসেবে ভিন্ন। সমগ্রক থেকে প্রতিনিধিত্বশীল নমুনা চয়নের জন্য এ দু'গদ্ধতি ব্যবহার করা হয়। তাই সামাজিক গবেষনায় উভয় নমুনায়নের গুরুত্ব অপরিসীম।

No comments:

Post a Comment